'প্রেম ভাঙার পরের দুটো পুজো ছিল বর্ণহীন', উৎসবের আগে নতুন অবতারে কুণাল ঘোষ, জানালেন অজানা কথা
আর অভিনয়? সেটা সব জায়গায় নেই?
-অভিনয় তো জীবনে জেনে বা না জেনে সবসময় করছি। প্রত্যেকের জীবনে কোনও না কোনও মুহূর্তে, ব্যাকরণগত ঠিক হোক বা ভুল, অভিনয়তো করতে হচ্ছে। বসের উপর ধরুণ রেগে আছেন, সামনেতো হেসে বলতেই হবে। এরকম উদাহরণ বহু।
মাননীয়া মুখ্যমন্ত্রী জানেন, আপনি অভিনয় করছেন, কী বললেন?
-অরিন্দম শীলের কাছে শুনেছিলেন। শুভেচ্ছা জানিয়েছেন। বললেন 'সিনেমাটায় ভাল কাজ করেছ শুনলাম', ভারী উৎসাহ পেয়েছি।
অভিষেকের কথায় আসি, অভিষেক ব্যানার্জির একটা লুক নিয়েই সরগরম চারদিক...
-ভালতো, ও-ই ইয়ং স্টার। আমাদের নেতা। বড় নেতা। একটা স্টার লুক। হৃতিক রোশন ভাব একটা ছবিতে। এই বয়সে ওকে এত মাপা জীবন যাপন করতে হয়, তবু ওরও তো বয়স আছে। ও যে লুক দিয়েছে, বাংলা সিনেমায় এমন নায়ক নেই। ওর প্লাস পয়েন্ট হচ্ছে, ওর উচ্চারণ খুব স্পষ্ট।