'প্রেম ভাঙার পরের দুটো পুজো ছিল বর্ণহীন', উৎসবের আগে নতুন অবতারে কুণাল ঘোষ, জানালেন অজানা কথা
ফ্যাশনে ফিরি, আপনার কাছে ফ্যাশন স্টেটমেন্ট কী?
-আমার কাছে ফ্যাশন স্টেটমেন্ট মানে রুচি সম্মতভাবে মানুষের সামনে উপস্থিত হওয়া, যাতে আমার মূল ব্যক্তিত্ব অটুট থাকবে। ফ্যাশন শ্যুটে ক্ষেত্রে কিন্তু আমাকে আরও একটা চরিত্র হয়ে উঠতে হচ্ছে। কিন্তু দৈনন্দিন জীবনে যে আমাকে দারুণ দামি পোশাক পরতে হবে, তা নয়। আমার শারীরিক স্বাচ্ছন্দ্য থাকবে, সুস্থ রুচি থাকবে। যাতে আমি মূল কুণাল ঘোষ প্রকাশ পাবে। কিন্তু অভিনয় আর ফ্যাশন শ্যুটে এই নীতি চলতে পারে না, তখন দাবি মেটাতে হবে ওই চরিত্রের।
ফ্যাশন থেকে একটু সরে আসি রাজনীতিতে, আপনি রাজনীতিবিদ, কিন্তু শোনা যায়, সব পেশাতেই রাজনীতি, আপনি কী বলবেন এই বিষয়ে?
রাজনীতি কথাটাই অদ্ভুত। রাজনীতি সব জায়গায়। সব পেশায়। 'রঘু ডাকাত' বনাম 'রক্তবীজ ২', রাজনীতি নেই! চিকিৎসক, অধ্যাপক সকলের মধ্যে আছে। রাজনীতি অদ্ভুত। হওয়া উচির সকলের জন্য ভাল রাখা, রাজার নীতি। এখন হয়েছে রাজনীতি মানে একটা দল, যারা ক্ষমতায় থাকবে। সেটা শিক্ষা, মেডিক্যাল, যে কোনও জায়গায় রাজনীতি। সোশ্যাল ওয়ার্ক, যেটা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে হওয়া উচিত, সেটাকে আমরা রাজনীতিতে নামিয়ে এনেছি। রাজনীতি সব জায়গায়।