'প্রেম ভাঙার পরের দুটো পুজো ছিল বর্ণহীন', উৎসবের আগে নতুন অবতারে কুণাল ঘোষ, জানালেন অজানা কথা

ব্রাত বসুর ছবিতেও কাজ করছেন তো? -হ্যাঁ, ব্রাত্যর পরের ছবি, 'শিকড়'। অক্টোবরেই আউটডোর রয়েছে।   এখানে চরিত্র কী? রাজনৈতিক ব্যক্তিত্ব? -হ্যাঁ। তবে আগের চরিত্রটা নিয়ে কথা আছে। অনেকেই বলছেন অনিল বিশ্বাসের চরিত্র। দেখুন, স্ক্রিপ্ট অনুযায়ী, পুরনো শাসক দলের রাজ্য সম্পাদক। সেই হিসেবে অনিলদা। কিন্তু ঘটনার সঙ্গে অনেক কল্পনা মিশিয়ে উপন্যাস হয়। আমি ওঁকে এত কাছ থেকে দেখেছি, আমি কিন্তু কোথাও অনিলদাকে নকল করার চেষ্টা করিনি। আমি গোটা ঘটনায় কেবল স্ক্রিপ্ট অনুসরণ করেছি।  অভিনয় এগিয়ে নিয়ে যাবেন? -আমি ভাবিনি। আমি আগে
5 / 12

ব্রাত বসুর ছবিতেও কাজ করছেন তো?
-হ্যাঁ, ব্রাত্যর পরের ছবি, 'শিকড়'। অক্টোবরেই আউটডোর রয়েছে। 
 
এখানে চরিত্র কী? রাজনৈতিক ব্যক্তিত্ব?
-হ্যাঁ। তবে আগের চরিত্রটা নিয়ে কথা আছে। অনেকেই বলছেন অনিল বিশ্বাসের চরিত্র। দেখুন, স্ক্রিপ্ট অনুযায়ী, পুরনো শাসক দলের রাজ্য সম্পাদক। সেই হিসেবে অনিলদা। কিন্তু ঘটনার সঙ্গে অনেক কল্পনা মিশিয়ে উপন্যাস হয়। আমি ওঁকে এত কাছ থেকে দেখেছি, আমি কিন্তু কোথাও অনিলদাকে নকল করার চেষ্টা করিনি। আমি গোটা ঘটনায় কেবল স্ক্রিপ্ট অনুসরণ করেছি।
 
অভিনয় এগিয়ে নিয়ে যাবেন?
-আমি ভাবিনি। আমি আগে রেজাল্ট দেখব পর্দায়। ভাবনা তারপর। আমি প্রথমত সাংবাদিক, সেটাই প্রথম ভালবসা। তারপর লেখালিখি। তারসঙ্গে রাজনীতি। মমতাদির ঘরাণা আমার পছন্দ। দীর্ঘদিন চিনি। একসময়ে রাগ-অভিমান ছিল, আবার শ্রদ্ধা করি, সম্মান করি, ভালবাসি। ছেড়ে যাওয়ার কথা দিদিকে, ভাবি না। এখন ভাল লেগে গিয়েছে অভিষেককেও। আর পরিচালনা আমি আগেই করে ফেলেছি। তারপর আমি আবার সাংবাদিকতায় ফিরে এসেছি। আসলে কোনও কাজ ফাঁকিবাজি নয়। সব কাজ সময় দাবি করে, যত্ন, সাধনা, ভাবনা দাবি করে। আমি ব্যর্থ হওয়ার জন্য কিছু করব না। কাজের প্রতি সুবিচার না করতে পারলে আমি করব না সেটা। 
Previous Next