'প্রেম ভাঙার পরের দুটো পুজো ছিল বর্ণহীন', উৎসবের আগে নতুন অবতারে কুণাল ঘোষ, জানালেন অজানা কথা
শুটিং ফ্লোরে প্রথম দিন, ক্যামেরার সামনে, কেমন অভিজ্ঞতা?
-ঘটনাপ্রসঙ্গে, আমি ক্যামেরায় অভ্যস্থ খুবই। তবে ব্যাপারটা সহজ নয়। রোজ যে ক্যামেরার সামনে থাকে, প্রশ্ন সামলায়, সে কুণাল ঘোষ। কিন্তু এখানে ক্যামেরার সামনে আনতে হচ্ছিল শঙ্কর মল্লিককে। কুণাল ঘোষ থেকে শঙ্কর মল্লিক হয়ে ওঠাটা সাধনার বিষয়, চর্চার বিষয়। সেই কারণেই ক্লাস করেছি, পরামর্শ শুনেছি। প্রতিটা লাইনের, প্রতিটা শব্দ নিয়ে ভেবেছি আমি। আর সহশিল্পীরা সবাই খুব ভাল, টিম অরিন্দম এত সহযোগীতা করল, মনে হল হোম গ্রাউন্ডেই খেলছি।
শুটিংয়ে দেখা হল ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে? কী বললেন?
-অনেকবার দেখা হয়েছে। খুব উৎসাহ দিয়েছেন। ফিরদউসল হাসানও খুব উৎসাহ দিয়েছেন।