'প্রেম ভাঙার পরের দুটো পুজো ছিল বর্ণহীন', উৎসবের আগে নতুন অবতারে কুণাল ঘোষ, জানালেন অজানা কথা
কিন্তু আপনি তো সৃষ্টিশীল মানুষ, নিত্য নতুন কাজ আনন্দ দেয় না?
-নিশ্চয় দেয়। ঘুরিয়ে বলা যায়, কেন নতুন কাজ করব না? যিনি যেভাবে জীবনকে দেখবেন। নতুন কাজ করবেন, নতুন ভূমিকায় নিজেকে পরীক্ষা করবেন। সেটা কারও ভাল লাগবে, কারও খারাপ। সবাইকে খুশি করা আমাদের কাজ নয়।
কুণাল ঘোষ। কোনও মন্তব্য করলেই স্পষ্ট বিভাজন, একদলের প্রশস্তি, একদল টেনে নীচে নামাতে চায়, কীভাবে ব্যালেন্স করেন সব?
-আমি ব্যালেন্স করি না। আমি যা করার আমার মতো করি। আসলে এখানে তিন পক্ষ-
এক পক্ষ সমর্থন করে।
এক পক্ষ পর্যবেক্ষণ করে, নীরব থাকে।
আর এক পক্ষ, কট্টর বিরোধী তাঁরা। এঁদের আমি সব বিষয়ে ধরি না। আসলে এঁদের নিজেদের সৃষ্টিশীল কিছু করার নেই। পরশ্রীকাতরতা, হতাশায় ভোগেন। এঁদের ক্ষোভ, হতাশা উগরে দেওয়ার জায়গা হাতের ফোন। আর কিছু না।