'প্রেম ভাঙার পরের দুটো পুজো ছিল বর্ণহীন', উৎসবের আগে নতুন অবতারে কুণাল ঘোষ, জানালেন অজানা কথা
প্রথমবার ফ্যাশন শ্যুট, অভিজ্ঞতা কেমন রাজনীতিবিদ কুণাল ঘোষের?
- ভালই। মজাদার। দেখার মতো। শেখার মতো। শুধু আমি নিশ্চিত নই, আমাকে ওতে মানায় কিনা।
এত সুন্দরভাবে কাজ সম্পূর্ণ করার পরেও নিশ্চিত নন?
-সুন্দর না অসুন্দর সেটা বাকিরা বলতে পারবে। দেখো, এসব যাঁরা করেন, তাঁদের মধ্যে একটা হিরো হিরো ভাব থাকে। তাছড়া বয়স একটা ব্যাপার। নন হিরো চেহারা, মধ্য বয়স্ক ব্যক্তির ফটো শ্যুট। যাঁর পরিকল্পনা, তাঁরই দুঃসাহসিক পরিকল্পনা।