লক্ষ্মী পেঁচার আদলে পুজো মণ্ডপ, উপাদানে মেহগিনির ফল-ভুট্টার আঁশ, কোথায় রয়েছে এই চমক?

Raiganj:

Raiganj durga Puja pandal 2024

সুনীল চন্দ, রায়গঞ্জ: রায়গঞ্জের আকর্ষণীয় পুজো মণ্ডপগুলির অন্যতম সুদর্শনপুর সর্বজনীন দুর্গোৎসবের মণ্ডপ। প্লাটিনাম জয়ন্তী বর্ষে সুদর্শনপুরের ঢাউস লক্ষ্ণী পেঁচার আদলে সুবৃহৎ মণ্ডপ তৈরি হয়েছে দূষণরোধী প্রাকৃতিক উপাদান দিয়ে।

 বালুরঘাটের ‘‌‌ডেকোরেটর্স ভাই’‌–এর পক্ষে রাজনারায়ণ সাহা চৌধুরি জানান, মণ্ডপ তৈরি হয়েছে মেহগিনি গাছের ফল, মেহগিনির খোলা, ভুট্টার অঁাশ, বুন্দির ছোবরা, তালগাছের ছাল, নল ফুল, শঠে গাছ, তিসি, বাঁশ, বাবুই বাসার দড়ি, ফিটকিরি, তালপাতা, বেত, সান বোর্ড, গোল্ডেন ফয়েল এবং প্লাইবোর্ড দিয়ে। শুক্রবার রাতের মধ্যেই মণ্ডপসজ্জার কাজ শেষ করে শনিবার সকাল তুলে দেওয়া হবে পুজো কমিটির হাতে। রবিবার পুজোর উদ্বোধন।

 উদ্বোধনী অনুষ্ঠানে শহরের বিশিষ্টরা উপস্থিত থাকলেও মণ্ডপ উদ্বোধন হবে অনাথ শিশুদের হাতে। জানালেন স্থানীয় পুর কো–অর্ডিনেটর তথা পুজো কমিটির সম্পাদক নয়ন দাস। সাংস্কৃতিক বিভাগের অন্যতম কর্মকর্তা লিটন দেবনাথ জানান, ৬ অক্টোবর থেকে ১২ অক্টোবর পর্যন্ত প্রতিদিন থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

 সাবেকি ধাঁচের দেবী প্রতিমা তৈরি করেছেন হিলির মৃৎশিল্পী জয়ন্ত পাল এবং গোপাল পাল। আলোকসজ্জার দায়িত্বে আছেন দক্ষিণ দিনাজপুরের ত্রিমোহিনীর আলোকশিল্পীরা। উদ্যোক্তাদের আশা এবারও ভিড় উপচে পড়বে সুদর্শনপুরের মণ্ডপে।