হীরক জয়ন্তী বর্ষে থিম প্রাচীন রাজবাড়ি, ব্যান্ডেলে এবার এক টুকরো রাজস্থান, মণ্ডপে মণ্ডপে উপচে পড়া ভিড়

চতুর্থী থেকেই উপচে পড়েছে ভিড়। দর্শনার্থীরা ভিড় জমিয়েছেন প্রাচীন ঝাড়বাতি থেকে করিবর্গার তৈরি রাজবাড়ি ও পুরনো দিনের নানা জিনিসপত্র দেখতে। হীরক জয়ন্তী বর্ষে চুঁচুড়া আদি তোলাফটক সার্বজনীন দুর্গোৎসব সমিতির থিম প্রাচীন রাজবাড়ি। মণ্ডপ তৈরি হয়েছে রাজবাড়ির আদলে।

Durga Puja 2025 Hooghly Pujo Theme
হীরক জয়ন্তী বর্ষে থিম প্রাচীন রাজবাড়ি

মিল্টন সেন, হুগলি: চতুর্থী থেকেই উপচে পড়েছে ভিড়। দর্শনার্থীরা ভিড় জমিয়েছেন প্রাচীন ঝাড়বাতি থেকে করিবর্গার তৈরি রাজবাড়ি ও পুরনো দিনের নানা জিনিসপত্র দেখতে। হীরক জয়ন্তী বর্ষে চুঁচুড়া আদি তোলাফটক সার্বজনীন দুর্গোৎসব সমিতির থিম প্রাচীন রাজবাড়ি। মণ্ডপ তৈরি হয়েছে রাজবাড়ির আদলে। 

বাঁশ, কাপড়, প্লাই, ফাইবার ইত্যাদি দিয়ে নির্মাণ করা হয়েছে পুজো মণ্ডপ। থিম ফুটিয়ে তুলতে ব্যবহার করা হয়েছে প্রাচীন রাজবাড়ির আদলে রাজবাড়ির ঘরানার আলোকসজ্জা। একইসঙ্গে রয়েছে মণ্ডপের সঙ্গে মানানসই প্রতিমা। শিল্পী বীরেন পাল নির্মাণ করেছে দেবী দুর্গার মূর্তি। 

পুজো কমিটির কার্যকরি সভাপতি পার্থ প্রতিম দত্ত বলেন, 'এবছর আমাদের পুজো হীরক জয়ন্তী বর্ষে পদার্পন করেছে। রাজবাড়ির আদলে মণ্ডপ নির্মাণ করা হয়েছে। পুজোর পাশাপাশি এই বারোয়ারি সাড়া বছর নানা সামাজিক কার্যকলাপ করে থাকে। তেমনই পুজোর কটা দিন ও নানা সামাজিক কাজ করা হয়। ইতিমধ্যেই চতুর্থীর সন্ধ্যায় ডেঙ্গু নিয়ে সচেতন করা হয়েছে পুজো মণ্ডপে। মহালয়ার দিন দুঃস্থ মানুষদের মধ্যে নতুন বস্ত্র প্রদান করা হয়েছে। সেফ ড্রাইভ সেভ লাইফ থেকে শুরু করে রক্তদান, বৃক্ষ রোপন সহ নানা সরকারি সচেতনতার বার্তা তুলে ধরা হচ্ছে বারোয়ারির তরফে। এবছরের পুজো মণ্ডপ এবং প্রতিমা দর্শণার্থীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে বলে আশাবাদী আদি তোলাফটক সার্বজনীন দুর্গোৎসব সমিতির পুজো উদ্যোক্তারা।' 

অন্যদিকে হুগলির ব্যান্ডেলের কেওটায় এবার দেখা মিলবে রাজস্থানের নানান বৈচিত্র। ব্যান্ডেল কেওটা কদমতলার অগ্রগামী সংঘের পুজো এ বছর প্রথম। এদের এবারের থিম এক টুকরো রাজস্থান। বাঁশ, রং, প্লাইউড, ফোম, ওড়না, ফাইবার দিয়ে তৈরি করা হচ্ছে পুজো মণ্ডপ। 

মণ্ডপটি তৈরি করা হচ্ছে রাজস্থানি মন্দিরের আদলে। ভিতরে প্রবেশ করলে দেখা যাবে নানা রাজস্থানি ঘরানার পুতুল। সেই সব পুতুল দিয়ে মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে নানা কারুকার্য। মণ্ডপটি নির্মাণ করছেন শিল্পী তরুণ নন্দী এবং শিল্পী নিশীথ পাল। মণ্ডপের ভেতরে থাকছে সাবেকি প্রতিমা। যেটি নির্মাণ করছেন শিল্পী গোপাল পাল। 

পুজো কমিটির সম্পাদক রবি মুখার্জী বলেন, 'এই বছর আমরা প্রথম পুজো করছি। আমরা রাজস্থানের নানা বৈচিত্র ফুটিয়ে তুলেছি আমাদের মণ্ডপ সজ্জায়। এখানে রাজস্থানের ঘরানার যে ঐতিহ্যপূর্ণ পুতুল সেই পুতুলের নানা কারসাজি তুলে ধরছি। দর্শণার্থীদের কাছে এই পুজো মণ্ডপ খুব আকর্ষণীয় হয়ে উঠবে বলে আশাবাদী সকলে।'

ছবি: পার্থ রাহা