কোচবিহারের প্রথম বারোয়ারি পুজোর থিম 'মায়ের টানে মায়ের কাছে'

কোচবিহারের পুরাতন পোস্ট অফিস পাড়ায় এবারের বারোয়ারি পুজোর থিম 'মায়ের টানে মায়ের কাছে'। এ বছর ৯৩তম বর্ষে পদার্পণ করেছে এই পুজো।

theme of Cooch Behar's first Baroari Durga Puja is 'Mayer Tane Maer Kane'.

আজকাল ওয়েবডেস্ক: কোচবিহারের পুরাতন পোস্ট অফিস পাড়ায় এবারের বারোয়ারি পুজোর থিম 'মায়ের টানে মায়ের কাছে'। এ বছর ৯৩তম বর্ষে পদার্পণ করেছে এই পুজো। কোচবিহার জেলার প্রথম বারোয়ারি পুজো হিসেবে খ্যাত এই পুজোটি। মণ্ডপটি প্রধানত পরিবেশ বান্ধব উপাদান দিয়ে নির্মিত।

লাল শালু ও বাঁকুড়ার পোড়ামাটির মাধ্যমে টুকটুকে লাল মন্ডপ দর্শকদের আকর্ষিত করবে বলেই আশা করছেন পুজো কর্তৃপক্ষ। এক সময় এখানে পোস্ট অফিস অবস্থিত ছিল, যা এখন অন্যত্র সরে গেছে। বর্তমানে পোস্ট অফিসের মাঠে অনুষ্ঠিত হচ্ছে এই পুজো, যা ১৯৫১ সালের খাদ্য আন্দোলনের সাক্ষী। পুজোর মণ্ডপ নির্মাণে সহযোগিতা করছেন পূর্ব মেদিনীপুরের শিল্পীরা। ব্যবহৃত হচ্ছে খাগের কলম, বাঁকুড়ার পোড়ামাটি ও লাল শালু।

গত কয়েকদিনের বৃষ্টিতে কাজ কিছুটা বাধাগ্রস্ত হয়েছে, তবে বর্তমানে দিনরাত এক করে নির্মাণকাজ চলছে। পুজো কমিটির সম্পাদক দীপাঞ্জন ব্যানার্জি জানিয়েছেন, এবারের বাজেট ১৩ লক্ষ টাকা। ইতিহাসবিদ ড. নৃপেন্দ্রনাথ পাল জানিয়েছেন, "জেলার প্রথম বারোয়ারি পুজো পুরাতন পোস্ট অফিসের পুজো ও প্রথম সর্বজনীন পুজো হাজরাপাড়া তরুণ দলের পুজো।" চলতি বছরের পুজোর সময়ে অগণিত দর্শক মন্ডপে আসবেন বলে আশা করছেন কর্মকর্তারা।