চিত্রগানা শিল্প থেকে হারানো শৈশব—শিল্প আর ঐতিহ্যের মেলবন্ধনে বেঙ্গালুরুর কোন,কোন পুজো হল ‘শারদ গৌরব’-এর সেরা পাঁচ?
Sharod Gourab Winners List: শুধু কলকাতা নয়, এখন বেঙ্গালুরুর দুর্গাপুজো মানেও থিমের ঘনঘটা। শহর জুড়ে ছড়িয়ে থাকা বারোয়ারি পুজোগুলি এ বারও তাঁদের ভাবনায় একে অপরকে টেক্কা দিতে প্রস্তুত। কোথাও সাবেকিয়ানার সঙ্গে মিশেছে আধুনিকতার ছোঁয়া, তো কোথাও আবার কর্ণাটকের লোকশিল্পের সঙ্গে বাংলার ঐতিহ্যের মেলবন্ধন ঘটছে। আর এই সব পুজোকে সম্মান জানাতে বেঙ্গালুরুতে হাজির আজকাল ডট ইন। প্রথমবার আয়োজিত হল আজকাল ‘শারদ গৌরব’-এর আসর। একেবারে অনন্য থিম, শিল্পকলা ও ঐতিহ্যের সঙ্গে দর্শকদের মাতিয়ে তুলতে প্রস্তুত। শারদ গৌরব প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য মোট চল্লিশটি পুজো কমিটি আবেদন পাঠিয়েছিল। তাদের মধ্যে সেরা ১০ পুজো বাছাই করা হয়েছিল। এবার হল মূল প্রতিযোগিতা। মোট বিজয়ীসংখ্যা হল পাঁচ। প্রতিযোগিতার বিচারক তথা অভিনেত্রী দেবলীনা দত্ত ঘুরেফিরে দেখে ফলাফল ঘোষণা করলেন। মহাসপ্তমীর আবহে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হল শারদ গৌরব সম্মান। আসুন, এক নজরে দেখে নেওয়া যাক বেঙ্গালুরুর বাছাই করা সেরা পাঁচ পুজোগুলি।
বর্ষা: ২০২৫–এ বর্ষার ১০ম দুর্গাপুজো, থিম চিত্রগানা। এই থিম আদতে যক্ষাঘন-র অনুপ্রেরণায় তৈরি যা আসলে কর্ণাটকের লোকনাট্য শিল্প। যা আমাদের ভারতীয় গল্প বলাকে তুলে ধরে অনন্যভাবে। কলকাতার মণ্ডপ স্ট্রাকচারের গ্ল্যামার এবং বর্শার প্যাট্রন, পটচিত্র, ছাউ মুখোশ, ডলু কুণিথা, সিনেমা-প্রেরিত উপাদান—সব মিলিয়ে সাংস্কৃতিক ফিউশন হতে চলেছে এই মণ্ডপ।