শহরবাসীকে হারিয়ে যাওয়া ‘এক টুকরো আকাশ’ ফিরিয়ে দেবে ইয়ং বয়েজ ক্লাবের দুর্গাপুজোর মণ্ডপ

Durga Puja: আকাশ। নগরোন্নয়ন করতে গিয়ে মৃত্যু ঘটে গাছপালার। শহরে সবুজের অভাব দেখা দেয়। কবির ভাষায় এটাই ‘শহরের অসুখ’ । দুর্গাপুজোর আনন্দে মেতে ওঠা শহরে সেই হারিয়ে যাওয়া আকাশটাকে ফিরিয়ে দিয়েছে মধ্য কলকাতার ইয়ং বয়েজ ক্লাব।

durga puja of young boys club enters 55 years puja
durga idol of young boys club
durga puja of young boys club enters 55 years puja

আজকাল ওয়েবডেস্ক: শহর মানেই যন্ত্র সভ্যতার আগ্রাসন। ঘন জনবসতিপূর্ণ, কলকারখানা পরিবেষ্টিত শহর। বড় বড়, উঁচু উঁচু ঘরবাড়িতে মুখ ঢাকে শহরের আকাশ। নগরোন্নয়ন করতে গিয়ে মৃত্যু ঘটে গাছপালার। শহরে সবুজের অভাব দেখা দেয়। কবির ভাষায় এটাই শহরের অসুখ   দুর্গাপুজোর আনন্দে মেতে ওঠা শহরে সেই হারিয়ে যাওয়া আকাশটাকে ফিরিয়ে দিয়েছে মধ্য কলকাতার ইয়ং বয়েজ ক্লাব 

বাংলা তথা কলকাতার পুজোগুলি বর্তমানে থিম ভাবনা তার বাস্তবায়নে দর্শকদের মনে বিশেষ জায়গা তৈরি করেছে। থিমে পুজোয় এখন অন্যতম নাম কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউ সংলগ্ন এলাকার ইয়ং বয়েজ ক্লাব। প্রতি বছরই সমাজের প্রাসঙ্গিক বিষয়কে থিম হিসেবে পুজো মণ্ডপে ফুটিয়ে তোলেন এই ক্লাবের পুজো উদ্যোক্তারা।  চলতি বছরেও অন্যথা হয়নি।  ২০২৪ সালের দুর্গাপুজোয় ইয়ং বয়েজ ক্লাবের থিম এক টুকরো আকাশ  

৫৫তম বর্ষে নিজেদের দুর্গাপুজোর মণ্ডপের মধ্য দিয়ে শহরবাসীকে তাঁদের হারিয়ে যাওয়া আকাশটা ফিরিয়ে দেওয়াটাই চ্যালেঞ্জ এই পুজোর উদ্যোক্তাদের। 

ইয়ং বয়েজ ক্লাবের প্রধান সংগঠক রাকেশ সিয়ের কথায়, উন্নয়নের স্বার্থে সৌন্দর্য হারিয়ে ফেলছে শহর। কংক্রিটের আড়ালে হারিয়ে যাচ্ছে শহরের আকাশ। কিন্তু সুস্থ জীবনযাপন করতে আলোরও প্রয়োজন। সেই বার্তা দিতেই এবছর মণ্ডপের থিম এক টুকরো আকাশ। 

ক্লাবের যুব সভাপতি  বিক্রান্ত সিং বলেন, বর্তমান প্রজন্মকে পরিবেশের পরিবর্তন নিয়ে সচেতন করতেই এই ভাবনা। এবছরের থিম এক টুকরো আকাশ পরিবেশের প্রতি মানব সমাজের দায়িত্বকে আরও বাড়িয়ে তুলবে বলে আশাবাদী ইয়ং বয়েজ ক্লাবের সহ-সংগঠক বিনোদ সিং শিল্পী সৌভিক কালীর নৈপুণ্যে সেজে উঠছে মণ্ডপ। থিমের সঙ্গে মানানসই আলোর কারুকার্য ফুটিয়ে তুলেছেন শিল্পী বিশ্বজিৎ সাহা আলো-আধারির খেলা মণ্ডপকে আরও আকর্ষণীয় করে তুলেছে। একইসঙ্গে প্রতিমার রূপটানে ফুটে উঠেছে বাংলার ঐতিহ্য।