'একটা সময় জ্যান্ত লক্ষ্মী-সরস্বতীর জন্য পাড়ায় পুজো করতাম', এখন পুজো এলেই কেন পালিয়ে যান শাশ্বত চট্টোপাধ্যায়? ফাঁস করলেন গোপন কথা

আপনি পুজোয় প্রেম করেছেন? -একটা বয়সে প্রেমের জন্য পুজোর কোনও ব্যাপার ছিল না। সোম থেকে রবি, প্রেম সারাবছর। পুজোয় প্রেম বিষয়টা স্পেশ্যাল হয়, কারণ- পুজোয় শাড়ি পরা, খোলা চুলে রাস্তায় বেরনো। এখন ওই দৃশ্য যদিও বেশি চোখে পড়ে না, রয়ে গিয়েছে কিছু জায়গায়।
6 / 11

আপনি পুজোয় প্রেম করেছেন?
-একটা বয়সে প্রেমের জন্য পুজোর কোনও ব্যাপার ছিল না। সোম থেকে রবি, প্রেম সারাবছর। পুজোয় প্রেম বিষয়টা স্পেশ্যাল হয়, কারণ- পুজোয় শাড়ি পরা, খোলা চুলে রাস্তায় বেরনো। এখন ওই দৃশ্য যদিও বেশি চোখে পড়ে না, রয়ে গিয়েছে কিছু জায়গায়।

Previous Next