'একটা সময় জ্যান্ত লক্ষ্মী-সরস্বতীর জন্য পাড়ায় পুজো করতাম', এখন পুজো এলেই কেন পালিয়ে যান শাশ্বত চট্টোপাধ্যায়? ফাঁস করলেন গোপন কথা

লক্ষ্মী-সরস্বতীকে? -একটা সময় জ্যান্ত লক্ষ্মী-সরস্বতীর জন্য পাড়ায় পুজো করতাম। সে বয়সটা চলে গিয়েছে। এখন সময় পরের প্রজন্মের। আমি পুজোয় কলকাতায় থাকি না, তার একটাই কারণ। পুজোয় কলকাতায় বেরনো যায় না। এত ভিড় হয়। পুজো জিনিসটা কলকাতা এবং তার বাইরেও, এত বড় হয়ে গিয়েছে। এখন বাইরের রাজ্য থেকেও পিলপিল করে লোক আসে। আমি একবার ছিলাম, যা ভিড় দেখেছি। আমি তো ধন্যবাদ জানাব কলকাতা ট্রাফিক পুলিশকে। যেভাবে ভিড় সামলানো হয়, অন্য কোথাও হলে কী হত জানি না। মুশকিল হয়, এত ভিড়ে কোথাও ঢুকতে পারব না। ঠাকুর দেখতেই পারব না। অতগুলো
5 / 11

লক্ষ্মী-সরস্বতীকে?
-একটা সময় জ্যান্ত লক্ষ্মী-সরস্বতীর জন্য পাড়ায় পুজো করতাম। সে বয়সটা চলে গিয়েছে। এখন সময় পরের প্রজন্মের। আমি পুজোয় কলকাতায় থাকি না, তার একটাই কারণ। পুজোয় কলকাতায় বেরনো যায় না। এত ভিড় হয়। পুজো জিনিসটা কলকাতা এবং তার বাইরেও, এত বড় হয়ে গিয়েছে। এখন বাইরের রাজ্য থেকেও পিলপিল করে লোক আসে। আমি একবার ছিলাম, যা ভিড় দেখেছি। আমি তো ধন্যবাদ জানাব কলকাতা ট্রাফিক পুলিশকে। যেভাবে ভিড় সামলানো হয়, অন্য কোথাও হলে কী হত জানি না। মুশকিল হয়, এত ভিড়ে কোথাও ঢুকতে পারব না। ঠাকুর দেখতেই পারব না। অতগুলো দিন একসঙ্গে ছুটি পাওয়াটাই মুশকিল, ওই সময়টাকে বেড়ানোর ছুটি হিসেবে নিই। মহালয়া পেরোলেই বেরিয়ে পড়ি।

Previous Next