সারা বছর ডায়েট করি! পুজোয় ভোগের খিচুড়ি চাই-ই চাই: রিচা শর্মা

Richa Sharma: পেশার খাতিরে সারা বছর ডায়েট করেন রিচা। তবে পুজোর কয়েকটা দিন জমিয়ে চলে পেটপুজো।

পেশার খাতিরে সারা বছর ডায়েট করেন রিচা। তবে পুজোর কয়েকটা দিন জমিয়ে চলে পেটপুজো। নবরাত্রির সময় নিরামিষ খেলেও রসনাতৃপ্তিতে পড়ে না ভাটা। রিচার কথায়, “আমার ঠাকুরের ভোগের খিচুড়ি খেতে ভীষণ ভাল লাগে। পুজোয় ওটা চাই-ই চাই। এছাড়া সারা বছর জাঙ্ক না খেলেও এই সময়টা মন ভরে পিৎজা খেয়ে নিই। নবরাত্রিতে নিরামিষ খাই বলে এমনিতেও মোটামুটি স্বাস্থ্যকর খাবারই পেয়ে যাই। আমার বন্ধুকা আমায় রাগায়। বলে, জাঙ্ক খাবার নাম করেও সেই হেলদি ডায়েটেই থাকছি।” তবে আর যা-ই হোক, পুজোয় সকলের সঙ্গে আনন্দ করার চেয়ে মূল্যবান আর কিছু হয় ন
5 / 8

পেশার খাতিরে সারা বছর ডায়েট করেন রিচা। তবে পুজোর কয়েকটা দিন জমিয়ে চলে পেটপুজো। নবরাত্রির সময় নিরামিষ খেলেও রসনাতৃপ্তিতে পড়ে না ভাটা। রিচার কথায়, “আমার ঠাকুরের ভোগের খিচুড়ি খেতে ভীষণ ভাল লাগে। পুজোয় ওটা চাই-ই চাই। এছাড়া সারা বছর জাঙ্ক না খেলেও এই সময়টা মন ভরে পিৎজা খেয়ে নিই। নবরাত্রিতে নিরামিষ খাই বলে এমনিতেও মোটামুটি স্বাস্থ্যকর খাবারই পেয়ে যাই। আমার বন্ধুকা আমায় রাগায়। বলে, জাঙ্ক খাবার নাম করেও সেই হেলদি ডায়েটেই থাকছি।” তবে আর যা-ই হোক, পুজোয় সকলের সঙ্গে আনন্দ করার চেয়ে মূল্যবান আর কিছু হয় না।

Previous Next