সারা বছর ডায়েট করি! পুজোয় ভোগের খিচুড়ি চাই-ই চাই: রিচা শর্মা

Richa Sharma: পেশার খাতিরে সারা বছর ডায়েট করেন রিচা। তবে পুজোর কয়েকটা দিন জমিয়ে চলে পেটপুজো।

পুজোয় অন্যান্য তারকাদের মতো রিচাও বিচারক হিসাবে থাকেন মণ্ডপ পরিক্রমায়। আবার মেয়েকে নিয়েও চলে মণ্ডপে-মণ্ডপরে টহলদারি। সারাটা বছর কাজ নিয়ে ব্যস্ত থাকলেও উৎসবের দিনগুলি কাছের মানুষদের সান্নিধ্যে কাটান রিচা। মেতে থাকেন হইহুল্লোড়, আড্ডায়।
4 / 8

পুজোয় অন্যান্য তারকাদের মতো রিচাও বিচারক হিসাবে থাকেন মণ্ডপ পরিক্রমায়। আবার মেয়েকে নিয়েও চলে মণ্ডপে-মণ্ডপরে টহলদারি। সারাটা বছর কাজ নিয়ে ব্যস্ত থাকলেও উৎসবের দিনগুলি কাছের মানুষদের সান্নিধ্যে কাটান রিচা। মেতে থাকেন হইহুল্লোড়, আড্ডায়।

Previous Next