সারা বছর ডায়েট করি! পুজোয় ভোগের খিচুড়ি চাই-ই চাই: রিচা শর্মা
Richa Sharma: পেশার খাতিরে সারা বছর ডায়েট করেন রিচা। তবে পুজোর কয়েকটা দিন জমিয়ে চলে পেটপুজো।
সাদা এবং সবুজের মেলবন্ধন চোখকে আরাম দেয়। পুজোয় নানা রঙের সমাগমে এই কম্বিনেশন কিছুটা আলাদা। সুন্দরও বটে। রিচার কথায়, “আমি মনে করি ফ্যাশন সেটাতেই হবে, যেটায় আমি সবচেয়ে বেশি স্বচ্ছন্দ বোধ করব। পুজোয় আমি একেবারেই ওয়েস্টার্ন পরি না। শাড়ি এবং সালোয়ার কামিজ বেছে নিই। তবে সেগুলি যাতে খুব জমকালো না হয়, সে দিকটাও খেয়াল রাখি। হালকা পোশাকে আরামও বেশি। ফ্যাশনও হয়।”