শপিং অ্যাপ ছেড়ে চোখ রাখুন মায়ের আলমারিতে! জাহ্নবীর মতো পুজোর সাজে তাক লাগাবেন আপনিও

Fashion Tips: পুজোতে জাহ্নবীর পথে হাঁটতে পারেন আপনিও। বাজারচলতি ‘ট্রেন্ড’-এ গা না ভাসিয়ে অষ্টমী নবমীর সাজে রাখতে পারেন আভিজাত্যের ছোঁয়া।

আবার ধরুন, নবমীতে পড়লেন একটি ভারী কাজের কাঞ্জিভরম। খোলা চুল, ভারী দুল। কানে ঝুমকো। মিনিমাল মেকআপ। তাতেই আপনার থেকে চোখ ফেরানো দায় হবে সকলের। তাই শপিং অ্যাপ ছেড়ে এবার নজর দিন মায়ের আলমারির শাড়ির তাকে। সেখানেই লুকিয়ে আসল ম্যাজিক!
6 / 6

আবার ধরুন, নবমীতে পড়লেন একটি ভারী কাজের কাঞ্জিভরম। খোলা চুল, ভারী দুল। কানে ঝুমকো। মিনিমাল মেকআপ। তাতেই আপনার থেকে চোখ ফেরানো দায় হবে সকলের। তাই শপিং অ্যাপ ছেড়ে এবার নজর দিন মায়ের আলমারির শাড়ির তাকে। সেখানেই লুকিয়ে আসল ম্যাজিক!

Previous