শপিং অ্যাপ ছেড়ে চোখ রাখুন মায়ের আলমারিতে! জাহ্নবীর মতো পুজোর সাজে তাক লাগাবেন আপনিও

Fashion Tips: পুজোতে জাহ্নবীর পথে হাঁটতে পারেন আপনিও। বাজারচলতি ‘ট্রেন্ড’-এ গা না ভাসিয়ে অষ্টমী নবমীর সাজে রাখতে পারেন আভিজাত্যের ছোঁয়া।

সেক্ষেত্রে কাঞ্জিভরম বা বেনারসির জুড়ি মেলা ভার। অষ্টমীর রাতে জমকালো সাজ পছন্দ করেন অনেকেই। মায়ের বিয়ের পুরনো বেনারসিকে নতুন লুক দিতেই পারেন। স্লিভলেস বা ডিপ নেক ব্লাউজের সঙ্গে স্টেটমেন্ট জুয়েলরি, স্লিক বান। সঙ্গে পটু হাতের মেকআপ। এই সাজেই আর পাঁচজনের থেকে আলাদা হয়ে উঠবেন।
5 / 6

সেক্ষেত্রে কাঞ্জিভরম বা বেনারসির জুড়ি মেলা ভার। অষ্টমীর রাতে জমকালো সাজ পছন্দ করেন অনেকেই। মায়ের বিয়ের পুরনো বেনারসিকে নতুন লুক দিতেই পারেন। স্লিভলেস বা ডিপ নেক ব্লাউজের সঙ্গে স্টেটমেন্ট জুয়েলরি, স্লিক বান। সঙ্গে পটু হাতের মেকআপ। এই সাজেই আর পাঁচজনের থেকে আলাদা হয়ে উঠবেন।

Previous Next