শপিং অ্যাপ ছেড়ে চোখ রাখুন মায়ের আলমারিতে! জাহ্নবীর মতো পুজোর সাজে তাক লাগাবেন আপনিও

Fashion Tips: পুজোতে জাহ্নবীর পথে হাঁটতে পারেন আপনিও। বাজারচলতি ‘ট্রেন্ড’-এ গা না ভাসিয়ে অষ্টমী নবমীর সাজে রাখতে পারেন আভিজাত্যের ছোঁয়া।

সেই একই শাড়িতে জাহ্নবী নজরকাড়া উপস্থিতি। যেটি শ্রীদেবী একসময় অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলির বিয়ের রিসেপশনে পরেছিলেন। জাহ্নবী নেভি ব্লু শাড়িতে সূক্ষ্ম সোনালি কারুকাজ করা ছিল, সেটির সঙ্গে মানানসই একটি ভেলভেট ব্লাউজ।
2 / 6

সেই একই শাড়িতে জাহ্নবী নজরকাড়া উপস্থিতি। যেটি শ্রীদেবী একসময় অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলির বিয়ের রিসেপশনে পরেছিলেন। জাহ্নবী নেভি ব্লু শাড়িতে সূক্ষ্ম সোনালি কারুকাজ করা ছিল, সেটির সঙ্গে মানানসই একটি ভেলভেট ব্লাউজ।

Previous Next