একদিকে ইস্টবেঙ্গল, একদিকে মোহনবাগান, মধ্যমগ্রামের এই কালীপুজোয় কলকাতা ডার্বির ছোঁয়া, প্রতিমা কোথায় রয়েছে দেখুন

‘সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল’, এই গানটা শুধু ফুটবলপ্রেমী নয়, সব বাঙালির কাছেই একটা আবেগ।

গোটা মণ্ডপ ফুটবল মাঠের আদলে সাজানো। তাতে কাটআউটে রয়েছেন পিকে ব্যানার্জি, অমল দত্ত, কৃষাণু দে। দুপাশে থাকছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান গ্যালারি।
6 / 8

গোটা মণ্ডপ ফুটবল মাঠের আদলে সাজানো। তাতে কাটআউটে রয়েছেন পিকে ব্যানার্জি, অমল দত্ত, কৃষাণু দে। দুপাশে থাকছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান গ্যালারি।

Previous Next