রাত বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, বারাসাতের কালীপুজো দেখতে রাস্তায় হাজার হাজার মানুষ

কালীপুজো উপলক্ষ্যে থিকথিকে ভিড় বারাসাতে। সোমবার কালীপুজো শেষ হলেও এখনও মানুষ লাইন দিয়ে ঠাকুর দেখছেন। বৃহস্পতিবার ভাইফোঁটা, তার আগে উৎসবের মেজাজে ধরা দিয়েছে বাঙালি।

এবারের পুজোয় কোথাও থিম হারানো শৈশব! কোথাও দক্ষিণের মন্দিরের আদলে তৈরি হয়েছে মণ্ডপ।
6 / 7

এবারের পুজোয় কোথাও থিম হারানো শৈশব! কোথাও দক্ষিণের মন্দিরের আদলে তৈরি হয়েছে মণ্ডপ।

Previous Next