রাত বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, বারাসাতের কালীপুজো দেখতে রাস্তায় হাজার হাজার মানুষ

কালীপুজো উপলক্ষ্যে থিকথিকে ভিড় বারাসাতে। সোমবার কালীপুজো শেষ হলেও এখনও মানুষ লাইন দিয়ে ঠাকুর দেখছেন। বৃহস্পতিবার ভাইফোঁটা, তার আগে উৎসবের মেজাজে ধরা দিয়েছে বাঙালি।

এবারে প্রশাসনের তৎপরতায় বারাসাতের মূল রাস্তায় যাতায়াত হয়েছে অনেকটা সহজ। তবে স্থানীয় বাসিন্দাদের অনেকেই নানা সময়ে সমস্যায় পড়ছেন। ছবিতে জাগৃতির পুজো মণ্ডপ।
5 / 7

এবারে প্রশাসনের তৎপরতায় বারাসাতের মূল রাস্তায় যাতায়াত হয়েছে অনেকটা সহজ। তবে স্থানীয় বাসিন্দাদের অনেকেই নানা সময়ে সমস্যায় পড়ছেন। ছবিতে জাগৃতির পুজো মণ্ডপ।

Previous Next