আর পুজোর কেনাকাটা?
-সব মহুয়ার দায়িত্ব। আমি এসব সামলাই না। তবে আজকাল ভিডিও কল ব্যাপারটা থাকায়, দেখিয়ে নেওয়া যায়, মতামত নেওয়া যায়।
পুজোর খাওয়া দাওয়া? সারাবছরের বাঁধাধরা নিয়মের পর, এই ক' দিন ছাড় থাকে মেনুতে?
-আমরা এই সময়টায় যেসব জায়গায় ঘুরতে যাই, সেখানে খাওয়া দাওয়া মুখ্য থাকে না। মুখ্য হয় ঘোরা।