ফুচকা-চাট নাকি পিৎজা-বার্গার, পুজোয় কোনটা-কতটা খাবেন? বেশি খেলেই মারাত্মক বিপদ

Durga Puja 2025 সারাবছর যতই ওজন বেড়ে যাওয়ার চোখরাঙানি থাকুক, পুজোয় বিধিনিষেধ মানতে ক'জনই বা চান!

আজকাল পিৎজা, বার্গার প্রেমীদের সংখ্যা বেশ বেড়েছে। দুর্গাপুজো হোক কিংবা খ্রীস্টমাস, অনেকে সারাবছরই  ভালবাসেন এই ধরনের কন্টিনেন্টাল খাবার। যদিও পিৎজা প্রীতিকে একবারেই ভাল চোখে দেখেন না বিশেষজ্ঞরা। আসলে পিৎজা নুন, তেল এবং মশলার ভাণ্ডার। তাই বেশি খেলে পেটের সমস্যা থেকে দীর্ঘ মেয়াদে প্রেশার, সুগার বাড়ার আশঙ্কা থাকে। সঙ্গে হানা দিতে পারে অনেক জটিল রোগও।
5 / 7

আজকাল পিৎজা, বার্গার প্রেমীদের সংখ্যা বেশ বেড়েছে। দুর্গাপুজো হোক কিংবা খ্রীস্টমাস, অনেকে সারাবছরই  ভালবাসেন এই ধরনের কন্টিনেন্টাল খাবার। যদিও পিৎজা প্রীতিকে একবারেই ভাল চোখে দেখেন না বিশেষজ্ঞরা। আসলে পিৎজা নুন, তেল এবং মশলার ভাণ্ডার। তাই বেশি খেলে পেটের সমস্যা থেকে দীর্ঘ মেয়াদে প্রেশার, সুগার বাড়ার আশঙ্কা থাকে। সঙ্গে হানা দিতে পারে অনেক জটিল রোগও। 

Previous Next