ফুচকা-চাট নাকি পিৎজা-বার্গার, পুজোয় কোনটা-কতটা খাবেন? বেশি খেলেই মারাত্মক বিপদ

Durga Puja 2025 সারাবছর যতই ওজন বেড়ে যাওয়ার চোখরাঙানি থাকুক, পুজোয় বিধিনিষেধ মানতে ক'জনই বা চান!

পুজোর সময়ে ভেলপুড়ি, পাপড়িচাট স্টলেও বেশ ভিড় দেখা যায়। রাস্তার ফুটপাতে তৈরি হওয়া জিভে জল আনা চাটের হরেক রকম পদগুলি কতটা স্বাস্থ্যকর ও অস্বাস্থ্যকর, তা নিয়ে বিতর্ক বহুকালের। তাছাড়া এই ধরনের খাবার কতটা স্বাস্থ্যবিধি মেনে তৈরি করা হয় তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই। আসলে চাটে যে তেঁতুলের গাঢ় টক-ঝল-মিষ্টি স্বাদের চাটনি দেওয়া হয়, অনেকের ধারণা সেটি আদতে চিনির গোলা। ফুচকা বা পাপড়িচাটে ব্যবহৃত উপকরণগুলি ডিপ ফ্রাই ও অনেকদিনের তেলে ভাজার কারণে তা অস্বাস্থ্যকর হয়ে ওঠে।
4 / 7

পুজোর সময়ে ভেলপুড়ি, পাপড়িচাট স্টলেও বেশ ভিড় দেখা যায়। রাস্তার ফুটপাতে তৈরি হওয়া জিভে জল আনা চাটের হরেক রকম পদগুলি কতটা স্বাস্থ্যকর ও অস্বাস্থ্যকর, তা নিয়ে বিতর্ক বহুকালের। তাছাড়া এই ধরনের খাবার কতটা স্বাস্থ্যবিধি মেনে তৈরি করা হয় তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই। আসলে চাটে যে তেঁতুলের গাঢ় টক-ঝল-মিষ্টি স্বাদের চাটনি দেওয়া হয়, অনেকের ধারণা সেটি আদতে চিনির গোলা। ফুচকা বা পাপড়িচাটে ব্যবহৃত উপকরণগুলি ডিপ ফ্রাই ও অনেকদিনের তেলে ভাজার কারণে তা অস্বাস্থ্যকর হয়ে ওঠে। 

Previous Next