পুজোর সময়ে ফুচটার স্টলগুলিতে ভিড় থাকে প্রচুর। প্যান্ডেল হপিংয়ের মাঝে ফুচকা খাওয়া ছবি নজরে আসে। ঝাল ঝাল আলুর পুর ভরা ফুচকার স্বাদে মজেন আট থেকে আশি। তবে দেদার ফুচকা খেলে সমস্যায় পড়তে পারেন। অনেকেই ফুচকা খেলে অম্বলের সমস্যাতে ভোগেন। এছাড়াও টাইফয়েড, বমি, ডায়রিয়া, অন্ত্রে প্রদাহ হতে পারে।