সারা বছর ডায়েট করি! পুজোয় ভোগের খিচুড়ি চাই-ই চাই: রিচা শর্মা
সারা বছর ডায়েট করি! পুজোয় ভোগের খিচুড়ি চাই-ই চাই: রিচা শর্মা
Richa Sharma: পেশার খাতিরে সারা বছর ডায়েট করেন রিচা। তবে পুজোর কয়েকটা দিন জমিয়ে চলে পেটপুজো।
8 / 8
সাজ নিয়ে পরীক্ষানিরীক্ষা চালাতে আগাগোড়াই ভালবাসেন রিচা। পুজোর চারটে দিন যদিও সাবেকি সাজই বেশি টানে তাঁকে। অষ্টমীতে অঞ্জলি দেওয়া থেকে ঘরোয়া আড্ডা, ঠাকুর দেখা, ইতিমধ্যেই সব দিনের জন্যই বিশেষ লুকের পরিকল্পনা তাঁর সারা।