'প্রেমিকার সঙ্গে সুযোগ হয়নি, এবার বউকে নিয়ে ঠাকুর দেখব', বিয়ের পর প্রথম পুজো কেমনভাবে কাটাবেন সৌরভ-দর্শনা?

এই বছর জুটিতে কীভাবে কাটাবেন পুজো? জানালেন টলি পাড়ার নব দম্পতি সৌরভ দাস ও দর্শনা বণিক।

actor sourav das and darshana banik shared their planning for first durga puja after marriage ent
সৌরভ দাস ও দর্শনা বণিক

আজকাল ওয়েবডেস্ক: পুজোর গন্ধ ছড়িয়ে পড়েছে চারপাশে। মা দুর্গার আগমনে নিজেদেরও নতুনভাবে সাজিয়ে তুলতে প্রস্তুতি চলছে। সবার মাঝে নিজেদের নিয়ে একটু বেশিই ব্যস্ত নব দম্পতিরা। এই বছর জুটিতে কীভাবে কাটাবেন পুজো? জানালেন টলি পাড়ার নব দম্পতি সৌরভ দাস ও দর্শনা বণিক। 

সৌরভের কথায়, "ছোটবেলায় পুজো বন্ধুদের সঙ্গেই কাটত। প্রেমিকার সঙ্গে পুজো কাটাতে পারিনি। বাবা-মার ছুটি থাকত। প্রেমিকা তো বাবা-মার সঙ্গেই পুজো কাটাত। লুকিয়ে হয়তো পাঁচ মিনিটের দেখা হতো। বেহালার পর্ণশ্রীতে দিদা-দাদুর বাড়িতে থাকতাম। একটা ট্যাক্সিতে আটজন বন্ধু সারা কলকাতা ঘুরতাম। বিয়ের পর একেবারে বউকে নিয়ে এইবছর ঠাকুর দেখব।"

দর্শনা বলেন, "খুব ছোটবেলায় ফ্যামিলির সঙ্গে, তারপর বন্ধুদের সঙ্গে। প্যান্ডেল হপিং করতে দারুণ লাগে। ঠাকুর দেখার পর কোনও বন্ধুর পাড়ার প্যান্ডেলে বসে আড্ডা, খাওয়াদাওয়া। এখনও রাতের বেলা বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে বেরোই। এই বছরও সেরকম প্ল্যান আছে।" 

দর্শনার কথায়, "বিয়ের পর প্রথম পুজো বলে খুব এক্সাইটেড। একসঙ্গে ঠাকুর দেখব। অঞ্জলি দেব।ভোগ খাব। রং মিলিয়ে জামা কাপড় কেনা হয়নি ঠিকই। তবুও ম্যাচিং করেই পরব পুজোর দিনগুলো। স্ট্রিট ফুড খুব ভালবাসি। দেখলেই খেতে ইচ্ছে করে। ফুচকা, আলুকাবলি, ছোলামাখা, ঝালমুড়ি। এই সবকিছু খাব। কিন্তু সৌরভ তেমন বাইরের খাবার খায় না। তবুও পুজোর দিনগুলো ছাড় আছে।"