৫০ হাজার থেকে ১ লাখ ৬০ সব দামেরই রয়েছে প্রতিমা, সাবেকি ঠাকুরই বিশেষত্ব এই শিল্পীর
উৎসাহ আজও একইরকম রয়েছে সেদিনের সেই তরুণের। আজ সে প্রৌঢ়ের দোরগোড়ায়।
আজকাল ওয়েবডেস্ক: টুপটাপ করে ঝরে পড়ছে শিউলি। আকাশে ভেসে বেড়াচ্ছে পেঁজা তুলোর মেঘ। এক মন দিয়ে মাটির দলা নিয়ে মূর্তি বানাচ্ছেন এক তরুণ। আশপাশে ছড়িয়ে আরও কিছু মূর্তি। কোনও দলা ছাঁচে ফেলতে হবে আবার কোনও দলা নাক, চোখ করা বাকি। মাঝে মধ্যে আকাশের দিকে তাকাচ্ছেন আর ভাবছেন সময় দ্রুত ফুরিয়ে আসছে। আবার যখন একটা করে ছাঁচ হচ্ছে মুখে অজান্তেই ফুটে উঠছে আত্মতৃপ্তির হাসি।
দিন গড়িয়ে বছর পেরিয়েছে। চুলে হালকা পাকও ধরেছে। কিন্তু উৎসাহ আজও একইরকম রয়েছে সেদিনের সেই তরুণের। আজ সে প্রৌঢ়ের দোরগোড়ায়। বর্তমানে বয়স চলছে ৬২ বছর। আজও সেদিনের কথা মনে পড়লে উজ্জ্বল হয়ে ওঠে চোখ। এদিন খানিক ভেবে বললেন মনে পড়ে না কবে থেকে এই পেশায় আসা। বাবা, ঠাকুরদার কাজ ছোট থেকেই শুরু করেছিলেন তিনি। তবে পাকাপাকিভাবে কলেজ জীবনেই শুরু করেছিলেন মূর্তি গড়া। দুর্গা প্রতিমার মূর্তি বানানো সেই শুরু। আজও বানিয়ে চলেছেন কুমোরটুলির প্রবীন শিল্পী কার্তিক পাল।
এবার বানাচ্ছেন সবকটি সাবেকি প্রতিমা, তাঁর তৈরি ঠাকুর শুধু কলকাতা নয়, যাচ্ছে গ্রাম থেকে গ্রামান্তরে। ঝাড়গ্রাম থেকে বাঁকুড়া বহু জেলার মণ্ডপেই শোভা পাবে তাঁর তৈরি প্রতিমা। আজকাল ডট ইনকে জানিয়েছেন, প্রচুর ঠাকুর তৈরির বরাত পেয়েছেন এবার। মোট ৩৯ টা প্রতিমা গড়েছেন শুধু এই শারদেই। বাজারে জিনিসের দাম বেড়েছে তাই সেই কথা মাথায় রেখেই প্রতিমার দামও বেড়েছে। এই বছর তার তৈরি প্রতিমার দাম সবচেয়ে কম ৫০ হাজার টাকা আর সবচেয়ে বেশি এক লাখ ৬০ হাজার টাকায় বিক্রি হতে চলেছে।
এখন তো মানুষের চাহিদা বদলাচ্ছে। প্রতিমা তৈরিতে কোনও নতুনত্ব নেই? এই প্রসঙ্গে তিনি এক গাল হেসে জবাব দিলেন, মায়ের রূপ তো আসলে একটাই। তাই তিনি শুধু সাবেকি প্রতিমার বরাতই নিয়েছেন। এটাই তার বিশেষত্ব।