সৃজিতের সঙ্গে প্যান্ডেল হপিং করবেন সুস্মিতা! আর কী প্ল্যান পুজোয়? কী জানালেন অভিনেত্রী?

Srijit-Sushmita: বিভিন্ন অনুষ্ঠান থেকে নৈশ পার্টিতে একসঙ্গে দেখা যায় তাঁদের। এবছর পুজোয় কি একসঙ্গে কাটানোর প্ল্যান?

Actress Sushmita Chatterjee shared her Durga Puja planning with Srijit Mukherjee

সৃজিত মুখোপাধ্যায়ের ছবি নিয়ে যেমন আলোচনা হয়, ঠিক তেমনই চর্চায় থাকে পরিচালকের ব্যক্তিগত জীবনও। নায়িকাদের সঙ্গে প্রেম কিংবা সম্পর্কের গুঞ্জন, সৃজিতের জন্য নতুন নয়। সম্প্রতি অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে সৃজিত মুখোপাধ্যায়ের প্রেম নিয়ে নতুন শোরগোল টলিপাড়ায়। 

বিষয়টিকে যেন বেশ এড়িয়েও গেলেন সৃজিত-সুস্মিতা। তবে এই ক’দিনেই তাঁরা যে একে অপরের ‘ঘনিষ্ঠ’ হয়েছেন উঠেছেন, তা অবশ্য স্বীকার করেছেন। বিভিন্ন অনুষ্ঠান থেকে নৈশ পার্টিতে একসঙ্গে দেখা যায় তাঁদের। এবছর পুজোয় কি একসঙ্গে কাটানোর প্ল্যান? 

আজকাল ডট ইন সরাসরি প্রশ্ন রেখেছিল সুস্মিতার কাছে। অভিনেত্রীর কথায়, "খুব হাসি পাচ্ছে, কী বলি বলুন তো! বন্ধুদের সঙ্গে কাটাব পুজোর ক'টা দিন। সৃজিতের সঙ্গেও প্ল্যান হতেই পারে। আসলে এখনও তেমনভাবে কিছুই ঠিক করে উঠতে পারিনি।"

সুস্মিতার কথায়, "পুজো পরিক্রমা আছে, তার মাঝেই সময় বের করে ঠাকুর দেখব। একদম বাঙালিয়ানা থাকবে সাজে। জমিয়ে খাওয়াদাওয়াও করব। আমার বাড়ি কুলটিতে। ওদিকে খুব বড় করে দুর্গাপুজো হয়। কালচারাল অনুষ্ঠান হয়। কলকাতার পুজোয় কাজের সূত্রে প্রথমবার যখন আসি, খুব ভাল লেগেছিল দেখে। তাই পুজোর সময় কলকাতায় থাকব না, এটা ভাবতেই পারি না।"

অভিনেত্রী বলেন, "শাড়ি পরতে বরাবরই খুব ভালবাসি। অনেক শাড়ির নাম জানি না ঠিকই, তবে পরতে খুব ভালবাসি। তাই ঠিক করেছি, পুজোর পাঁচদিন শুধু শাড়িই পরব। তাছাড়া ইন্দো-ওয়েস্টার্নও কাছে লিস্টে। হয়তো সকাল-বিকেল মিলিয়ে সব ধরনের পোশাকে সাজব।"


প্রসঙ্গত, 'লহ গৌরাঙ্গের নাম রে' ছবির শুটিংয়ের জন্য  একসঙ্গে পুরীতে অনেকটা সময় কাটিয়েছেন সৃজিত ও সুস্মিতা। সেখান থেকেই পরিচালকের সঙ্গে একটি ছবি সমাজ মাধ্যমে পোস্ট করেন সুস্মিতা। ছবিতে সমুদ্রের ধারে বেশ মিষ্টি মুহূর্তে দেখা যায় দু'জনকে। ছবির মতো ক্যাপশনও ছিল বেশ রঙিন। সুস্মিতা লিখেছেন, 'স্যার আঁখো পর'। স্যার বলতে এখানে সৃজিতকেই বুঝিয়েছেন অভিনেত্রী। এই ছবি এবং ক্যাপশন দেওয়ার পর থেকেই টলিপাড়ায় কানাঘুষো শুরু হয়েছে, পরিচালক ও নায়িকা নাকি চুটিয়ে প্রেম করছেন! এমনকী এও শোনা যাচ্ছে, দু'জনে পুরীতে একান্ত সময়ও কাটিয়েছেন। তারপর থেকেই দু'জনের প্রেমচর্চা আরও বেড়েছে। এবার দুর্গাপুজোয় নতুন জুটি হিসেবে সৃজিত-সুস্মিতা ধরা দেন কিনা, সেটাই দেখার।