২২ সেপ্টেম্বর থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর রাজ্যজুড়ে সবচেয়ে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা।