'একটা সময় জ্যান্ত লক্ষ্মী-সরস্বতীর জন্য পাড়ায় পুজো করতাম', এখন পুজো এলেই কেন পালিয়ে যান শাশ্বত চট্টোপাধ্যায়? ফাঁস করলেন গোপন কথা
কথা হচ্ছে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কে নিয়ে। পুজোর খুঁটিনাটি প্ল্যান-পোগ্রাম জানতে আজকাল ডট ইন কথা বলে নিয়েছিল অভিনেতার সঙ্গে। সেখানেই নিজের মনের কথা জানালেন তিনি। সারাবছর অভিনয়ের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখেন। কিন্তু শারোদৎসব? তখন কি ঠাকুর দেখবেন? নাকি কাজ করবেন? ঘুম থেকে কি দেরিতে উঠবেন ক' দিন? নাকি স্নান ভোর বেলায়?