'একটা সময় জ্যান্ত লক্ষ্মী-সরস্বতীর জন্য পাড়ায় পুজো করতাম', এখন পুজো এলেই কেন পালিয়ে যান শাশ্বত চট্টোপাধ্যায়? ফাঁস করলেন গোপন কথা

দেখতে দেখতে মহালয়া পেরিয়ে গেল। হাতে আর কয়েকটা মাত্র দিন। সকলের পুজোর প্ল্যান-পোগ্রাম মোটামুটি রেডি। কে কবে থেকে ঠাকুর দেখতে বেরোবেন, কে কবে কোন পোশাক পরবেন, লাল পাড়ের শাড়িখানি আর সরু পাড়ের ধুতি কি অষ্টমীর জন্যই তোলা এবারেও? সেসব মুখস্থ।
1 / 11

দেখতে দেখতে মহালয়া পেরিয়ে গেল। হাতে আর কয়েকটা মাত্র দিন। সকলের পুজোর প্ল্যান-পোগ্রাম মোটামুটি রেডি। কে কবে থেকে ঠাকুর দেখতে বেরোবেন, কে কবে কোন পোশাক পরবেন, লাল পাড়ের শাড়িখানি আর সরু পাড়ের ধুতি কি অষ্টমীর জন্যই তোলা এবারেও? সেসব মুখস্থ।

Next