'জীবে প্রেম করে যেই জন', রিক্সাকে প্রতীক করে সল্টলেক জিডি ব্লকের পুজোয় ফুটে উঠেছে এক অন্য ছবি
'জীবে প্রেম করে যেই জন', রিক্সাকে প্রতীক করে সল্টলেক জিডি ব্লকের পুজোয় ফুটে উঠেছে এক অন্য ছবি
সেজেগুজে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে বাঙালি। রাজ্যজুড়ে মানুষ মেতে উঠেছেন দুর্গাপুজোয়। রাজ্যজুড়ে বিভিন্ন বারোয়ারি পুজো কমিটি বিভিন্ন ভাবনায় পুজো করেছেন।
4 / 6
রিক্সা চালাতে গেলে অত্যন্ত পরিশ্রমের প্রয়োজন হয়। সল্টলেকের এই পুজোয় রিক্সার মাধ্যমে তুলে ধরা হয়েছে মানবশ্রমের কথা। গোটা মণ্ডপকে সাজিয়ে তোলা হয়েছে রিক্সার আদলে। সঙ্গে আলোকসজ্জা এবং সাউন্ডের মিশেলে ফুটে উঠেছে এক অন্যরকম পরিবেশ।