পুজোয় ওজন ঝরাতে না পেরে আক্ষেপ? পোশাকের কারসাজিতেই ঢাকতে পারবেন বাড়তি মেদ

Durga Puja 2024 Fashion পোশাকের সামান্য কারসাজিতেই আপনাকে দেখতে লাগবে ছিপছিপে। তাহলে চেহারার গড়ন ঢাকতে কোন ধরনের পোশাক পরবেন, জেনে নিন।

These dressing tips will help to look slim on durga puja 2024

আজকাল ওয়েব ডেস্ক: সারা বছর শরীরের দিকে নজর না দিলেও পুজোয় ওজন ঝরাতে বাড়তি যত্ন নেয় বাঙালি। পছন্দের পোশাকের সঙ্গে যেন উঁকি না দেয় মেদ! আর তা নিয়ে কসরতেরও শেষ নেই। কিন্তু এতকিছুর পরও অনেকের মনের ইচ্ছে পূরণ হয় না। আসলে রাতারাতি যে ওজন কমানো সম্ভব নয়। তবে পোশাকের সামান্য কারসাজিতেই আপনাকে দেখতে লাগবে ছিপছিপে। তাহলে চেহারার গড়ন ঢাকতে কোন ধরনের পোশাক পরবেন, জেনে নিন। 

ইদানীং নিজের শরীরের চেয়ে খানিকটা বড় মাপের পোশাক পরার চল হয়েছে। এতে লুকানো যায় বাড়তি মেদও। তাই আপনি স্বাস্থ্যবান চেহারার হলে ঢিলেঢালা পোশাক পরতে পারেন।  
আড়াআড়ি স্ট্রাইপ্‌স পরলে রোগা মানুষদের দেখতে ভাল লাগে। কিন্তু চেহারা ভারী হলে এই ধরনের পোশাক খুব একটা মানায় গে না। বরং লম্বালম্বি স্ট্রাইপ করা পোশাক পরলে খানিকটা মেদ লুকানো যায়। 
গাঢ় রঙের টপের সঙ্গে হালকা রঙের ট্রাউজার্স কিংবা হালকা রঙের টপের সঙ্গে গাঢ় রঙের ট্রাউজার্সের যুগলবন্দি বেশ ফ্যাশনেবল। কিন্তু চেহারা স্থূলকায় হলে এমন রঙের পোশাক ভাল নাও লাগতে পারে। সেক্ষেত্রে একরঙা পোশাক পরুন।
পোশাক বাছাইও খুবই গুরুত্বপূর্ণ। শাড়ি বা ড্রেসের ক্ষেত্রে রেয়ন, জর্জেট, শিফন, ক্রেপ পরতে পারেন। তাছাড়া মেদ ঢাকতে  গাঢ় রঙের পোশাক পরুন। 
আজকাল ফ্যাশনে বেল্ট বেশ ‘ইন’।পাশ্চাত্য হোক কিংবা সাবেক, যে কোনও পোশাকের সঙ্গেই বেল্ট ভাল মানায়। তাছাড়া বেল্ট পরলে দেখতে অনেকটা রোগাও লাগে।